নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা। কয়লা কান্ডে ইডি দপ্তরে হাজিরার আগেই ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মামলা গৃহীতই হলনা আদালতে।
দিল্লির উড়ান ধরার আগে রবিবার বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। এদিন অভিষেক সরাসরি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে । তিনি বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে প্রমাণ, কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের সিবিআই, ইডি ডাকে না। তখন ওঁদের চোখে ছানি পড়ে যায়।“ অভিষেকের দাবি কেন্দ্রের অঙ্গুলিহেলনে কাজ করে কেন্দ্রীয় এই সংস্থাগুলি। বিজেপির বিরুদ্ধে অভিষেকের বক্তব্য, “এরা বাংলায় হেরেছে। গত বছর এদের আমরা ল্যাজেগোবরে করেছি। বাংলার মানুষ বহিরাগতদের তাড়িয়েছে। বাংলার মানুষ মেরুদণ্ড বিক্রি করেনি বলে গায়ে জ্বালা।“
আরও পড়ুনঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় ক্লোজ করা হল ঝালদা থানার ৫ পুলিশ কর্মীকে
অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় সেকথা উল্লেখও করেছেন মমতা।
আরও পড়ুনঃ রাজ্যের সরকারি স্কুলে এবার পোশাক হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো
সোমবার ইডি-র কাছে হাজিরার আগে শীর্ষ আদালতে যান অভিষেক-রুজিরা। তবে মামলা গৃহীত না হওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ইডি দফতরে পৌঁছেছেন অভিষেক-রুজিরা। ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। দিল্লিতে ইডির কার্যালয় প্রবর্তন ভবনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যান সস্ত্রীক অভিষেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584