নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুধু কি রাজনীতির লোক ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র ! উত্তর না। কারণ খেলার মাঠেও ছিল তার তীব্র যোগাযোগ। শেষবারের মোহনবাগান নির্বাচন হোক বা ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপস্থিতি ছিল খেলা প্রেমী সোমেনের।
পরলোকগমন করা প্রাক্তন বিসিসিআই তথা সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বেশ বন্ধুত্ব ছিল সোমেনের। জগু বাবু থাকাকালীন মাঠেও যেতেন। তবে শেষ সময়ে মন চাইলেও শরীর দিত না। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জগমোহন ডালমিয়ার ছেলে বর্তমান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
আরও পড়ুনঃ এবার অনিশ্চিত জাতীয় ক্রীড়া সম্মান অনুষ্ঠান
তিনি টুইট করে লেখেন, ‘মাননীয় সোমেন দা সত্যিকারের ক্রীড়াপ্রেমী ছিলেন। তার জায়গা ভরাট করা সত্যি খুব কঠিন। আমার কাছেও ব্যক্তিগত ভাবে বড় ক্ষতি। আমার বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। উনার আত্মার শান্তি কামনা করি। উনার পরিবার বৌদি ও রোহনের প্রতি সমবেদনা রইলো।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584