করোনা সংক্রমিত অভিষেক জায়া, আক্রান্ত বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়রও

0
127

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছিলেন ৩০৭৭ জন। তার মধ্যে ৪ জন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আক্রান্ত হওয়ার খবর মিলল। যে তালিকায় সবচেয়ে আগে নাম রয়েছে মমতার ভাইপো অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। এক কথায় বলাই যায় এবার করোনার থাবা বসাল সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারে।

ফাইল চিত্র

তবে শুধু রুজিরাই নন, করোনা সংক্রামিত হওয়ার খবর মিলেছে বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরীরও।

আরও পড়ুনঃ সংক্রমণের বাড়বাড়ন্তে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের

এদের প্রত্যেকেরই মৃদু উপসর্গ ছিল এবং সন্দেহ হওয়ায় পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো’র স্ত্রীর কোভিড ধরা পড়ার পরে তাঁকে সোমবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন বিধাননগরের ডেপুটি মেয়রও।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারও তার এলাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রীও দুজনেই করোনায় আক্রান্ত। তাঁদের দু’জনকেই এ দিন দুর্গাপুর থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here