‘পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি তার ভোট দেবে কি…’ কর্মী সভায় অভিষেক

0
113

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Abhishek bandyopadhyay says new voters condition
নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার লোকসভার ডায়মন্ড হারবার ১ ও ২ সহ ফলতা বিধানসভার বুথ কর্মিদের নিয়ে বর্ধিত কর্মিসভা।সরিষার হাইস্কুল মাঠে মুল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ও বর্তমান প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek bandyopadhyay says new voters condition
নিজস্ব চিত্র

এদিন বর্ধিত কর্মিসভায় সর্মথকদের উদ্দেশ্যে বলেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারেননি বিরোধিরা।তারা ভোট দেবে কি করে।উন্নয়নকে হাতিয়ার করে সব এগিয়েছে।তিনি আরও বলেন নরেন্দ্র মোদী বেনারসে প্রার্থী হয়েছেন,নিজের কেন্দ্রে উন্নয়ন করেনি যা অভিষেক ব্যানার্জী নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছে।ডায়মন্ড হারবার লোকসভাতে বিজেপি সিপিএম কংগ্রেস আঁতাত বেঁধেছে।এরা তৃনমূলের কাছে টিকবে না।ওস্তাদের মার শেষ রাতে দেখা যাবে।

আরও পড়ুনঃ বিষ্ণুপুরে দলীয় সভায় বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক

Abhishek bandyopadhyay says new voters condition
নিজস্ব চিত্র

বিজেপি ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী নীলাঞ্জন রায়ের উদ্দেশ্যে বলেন নিজের এলাকায় কাউকে না পেয়ে আজ অন্য জেলা থেকে প্রার্থী করিয়েছে।যে নিজে এলাকায় পরিচিত নন।ভোট শেষ হলে ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। যার ব্যবস্থা নেবেন আপনারা।

Abhishek bandyopadhyay says new voters condition
নিজস্ব চিত্র
Abhishek bandyopadhyay says new voters condition
নিজস্ব চিত্র

এদিন বর্ধিত কর্মী সভাতে হাজার হাজার সর্মথকদের হাজির ছিলেন।এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধায়ক দীপক হালদার,তিনটি ব্লকের যুবসভাপতি,কাউন্সিলার, প্রধান উপপ্রধানরা।লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের কামারপোল ও ভাদুরা গ্রামপঞ্চায়েত থেকে সিপিএমের প্রধান উপ্রধানরা তৃনমূলে যোগদেন।তাদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন ডায়মন্ড হারবার ২ নং ব্লকের তূনমূলের সভাপতি অরুময় গায়েন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here