গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
সাগর থেকে পাহাড়, গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। জলপাইগুড়ির নাগরাকাটায় এক জনসভা থেকে এই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।’’
আরও পড়ুনঃ প্রয়াত ডেপুটি স্পিকারের ছেলের কৃতজ্ঞতা যাত্রায় তৈরি হল রাজনৈতিক জল্পনা
শনিবার বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র মাঝেই শুরু হয় অভিষেকের জনসভা। দুপুর ৩টে নাগাদ নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভার মঞ্চে বক্তৃতা রাখেন অভিষেক। তিনি বলেন, ‘‘কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান, বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটাই কি চান?’’
তিনি বলেন, “বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে হবে। এক দিকে বলছে, আত্মনির্ভর ভারত, আর অন্য দিকে, রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখছে। আপনি ধনী হোক বা গরিব, সকলেই স্বাস্থ্যসাথী কার্ড পাবেন।”
দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584