অভিষেকের সভায় গরহাজির মৌসম সাবিত্রী মানব,তুঙ্গে রাজনৈতিক জল্পনা

0
183

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শুভেন্দুর পদত্যাগী ভাবমূর্তি ছড়িয়ে পড়ছে জেলা থেকে রাজ্যস্তরেও। বর্ধমানের কালনা মহকুমার কয়েকজন বিধায়ক থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম এমন কী মুর্শিদাবাদ, তৃণমূলের দুর্গ বলে খ্যাত সেই দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকজন বিধায়করা তাদের আদর্শ শুভেন্দু অধিকারীর ইস্তফা নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করল।

abhishek banerjee | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এমন কী বর্তমান তৃণমূলের চিফ-ইন-কমান্ড দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে মালদা থেকে এলেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নুর। উল্লেখ্য, মৌসম নুরকে কংগ্রেস থেকে তৃণমূলে এনেছিলেন শুভেন্দু অধিকারীই। এই বৈঠকে আসেননি মালদার প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, মালদার তৃণমূলের নেতা মানব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘দাদার অনুগামী’র পাল্টা এবার ‘দিদির সঙ্গে’

শুভেন্দুর ইস্তফার পরেরদিন মালদা জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে মৌসম বেনজির নুর গরহাজির ছিলেন। শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন মৌসম। স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে মৌসমের ঘনিষ্ঠরা দাবি করেছেন, জ্বর থাকায় আসেননি তিনি।

বিধানসভার ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে মালদার নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোরও। বৈঠকে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, ২ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে বুথভিত্তিক সংগঠন। খামতি দ্রুত সারিয়ে, একযোগে কাজ করতে হবে নেতৃত্বকে।

আরও পড়ুনঃ সম্পত্তি নিয়ে অভিযোগ শশীর, সাংবাদিক সম্মেলন না করে মামলা করার নিদান অর্জুনের

বৈঠকের পর তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,”৪ ডিসেম্বর সব জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”শনিবার সন্ধ্যায় অভিষেকের ডাকা এই বৈঠকে অনুপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, মৌসমের জ্বর হয়েছে। সে কারণে আসতে পারেননি।

আরও পড়ুনঃ মহিষাদলে বিধায়ক শুভেন্দু অধিকারীর স্মরণসভা ঘিরে জল্পনার পারদ তুঙ্গে

অসুস্থতার কারণ বলা হলেও, বৈঠকে তাঁর না থাকায় তুঙ্গে জল্পনা। শুভেন্দু মালদার জেলার পর্যবেক্ষক থাকার সময় তাঁর হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম বেনজির নুর। তবে এটাও ঠিক, শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে দলের মতভেদ নিরসনে বড় ভূমিকা নিয়েছিলেন মৌসম। ওই নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন তিনিই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here