বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

0
98

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলায় (ব্যক্তিগত আক্রমণ করায়) বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠানো হল। পাশাপাশি, ওই ধরনের মন্তব্য না করার নির্দেশ থাকা সত্ত্বেও তা করে আদালত অবমাননা করেছেন বাবুল বলে অভিযোগ।

abhishek and babul | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এইসব মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে বাবুলের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁর আইনজীবী ওই আইনি নোটিসে লিখেছেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা মাফিয়া বলে উল্লেখ করেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ রাজভবনে মুখ্যমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎ দাবি নবান্নর

অভিযোগে বাবুল বলেছিলেন, রাজ্যের কয়লা বেআইনিভাবে বাইরে বেচে দেন অভিষেক। ওই মন্তব্যের বিরুদ্ধে কলকাতার সিটি সিভিল কোর্টে বাবুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় বিচারক বাবুল সুপ্রিয়কে ওই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নোটিশে বলা হয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর অন্য এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ বলেন, ‘আমাদের ভাইপো বলেন আমার নাম নেওয়ার সাহস নাকি কারও নেই।

আরও পড়ুনঃ ৮ই জানুয়ারি ধর্মতলা চলো’র ডাক কংগ্রেসের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বলছি, উনি গরু পাচার, লোহা পাচারের টাকায় বাড়ি বানিয়েছেন। এই পাচারের টাকা যাচ্ছে অভিষেক সহ তৃণমূল নেতাদের পকেটে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর দাবি, আগের মতো ফের একইরকম অভিযোগ করছেন বাবুল। কোনও প্রমাণ ছাড়াই বেপরোয়াভাবে এই ধরনের মন্তব্য করে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওইসব মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে মামলা করা হবে।

এনিয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘এনিয়ে কিছু বলতে চাই না। যা বলার তা আমার আইনজীবীই বলবেন। তবে রাজনৈতিকভাবে বলব, উনি বারবার বহু নেতাকে আইনি নোটিস পাঠান। রাজ্যে বিজেপির এমন কোনও নেতা নেই যাঁকে উনি নেটিস পাঠাননি। কীসব ক্ষমা-টমা চাইতে বলেন। ওঁকে বলব গত ১০ বছরে রাজ্যে ওঁরা যা করেছেন তার জন্য রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here