আচরণ বিধি উঠতেই স্বপদে বহাল অভিষেক গুপ্তা

0
98

মনিরুল হক, কোচবিহারঃ

নির্বাচন আচরণবিধি পেরিয়ে যেতেই ফের কোচবিহারের জেলা পুলিশ সুপার হিসেবে অভিষেক গুপ্তাকে নিয়োগ করল নবান্ন।

Abhishek Gupta back in own post
ফাইল চিত্র

রবিবার সন্ধ্যায় নবান্ন থেকে এরকমই এক নির্দেশিকা জারি হয়েছে।নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে কোচবিহারের জেলা পুলিশ সুপার হিসেবে ফের নিযুক্ত করা হয়েছে অভিষেক গুপ্তাকে।

কোচবিহারে লোকসভা নির্বাচনের দুদিন আগেই নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল অভিষেক গুপ্তাকে। তার জায়গায় নিয়ে আসা হয়েছিল অমিত কুমার সিংকে। নির্বাচনের দুদিন আগে কোচবিহার জেলা পুলিশ সুপারের এই রদবদল নিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এবার অভিষেক গুপ্তাকে কেচবিহার জেলা পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হলেও অমিত কুমার সিংকে আপাতত কোনো দায়িত্বভার দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে।
এছাড়া দিল্লি থেকে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ফের এডিজি সিআইডি করে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে।

অবাধ ভোটের বাহানায় যাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন,সেই অনুজ শর্মা ফিরলেন পুরনো পদে।

কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার এন আর রমেশবাবুকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে কমিশনার পদে আনা হয়েছে ভোটের মুখে অপসারিত জ্ঞানবন্ত সিংকে।কলকাতা ও বিধাননগরের দুই অপসারিত পুলিশ কমিশনারকে পরবর্তী পোস্টিংয়ের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

সিআইডির এডিজি পদে ফেরানো হয়েছে রাজীব কুমারকে।কোচবিহারের পুলিশ সুপার পদে ফিরিয়ে আনা হয়েছে অভিষেক গুপ্তাকে।সরিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকেও। তাঁর জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন দেবেন্দ্রপ্রকাশ সিংহ।

প্রসঙ্গত,লোকসভা ভোট শুরুর মুখে বিজেপির দাবি মেনে রাজ্যের শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশনার।অনুজ শর্মা ও জ্ঞানবন্ত সিংয়ের পরিবর্তে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজেশ কুমার ও এন আর রমেশবাবুকে দায়িত্ব দেওয়া হয়।

কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গেই বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংকে সরিয়ে দেওয়া হয়।

ভোট চলাকালীন সরিয়ে দেওয়া হয় কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা ও মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে। সপ্তম তথা অন্তিম দফার ভোটের আগে সরানো হয় ডায়মন্ডহারবারের মহকুমা পুলিশ আধিকারিক মিতুন দে-কে। পুলিশ অফিসারদের বদলি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানায় রাজ্য সরকার।

ভোটপ্রচারে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছিল, আদর্শ নির্বাচন আচরণবিধি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই অপছন্দের পুলিশ আধিকারিকদের সরিয়ে দেবে রাজ্য সরকার।এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদর্শ আচরণবিধি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই বিজ্ঞপ্তি জারি করে পুরনো পুলিশ আধিকারিকদের স্ব-স্ব পদে ফেরানো হয়।

আরও পড়ুনঃ জনাদেশে প্রাপ্ত ক্ষমতা কি হিংসার আস্ফালনের জন্য(?),উঠছে প্রশ্ন

ডায়মন্ডহারবারের মহকুমা পুলিস আধিকারিক পদে ফিরিয়ে আনা হয়েছে মিতুন দে-কে। বীরভূমের পুলিশ সুপার পদ থেকে আভানু রবীন্দ্রনাথকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি পদে ফিরিয়ে আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here