নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নাম অনুসারে কলকাতা বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর করাতে অসন্তুষ্ট হয়েছেন রাজ্যের নেতারা। রবিবার প্রধানমন্ত্রী বন্দরের নয়া নামকরণের পর মোদির দিকে প্রশ্ন ছুঁড়লেন রাজ্যের যুব নেতা অভিষেক ব্যানার্জী।

তিনি টুইট করে বলেন, কলকাতা বন্দরের নাম পশ্চিমবঙ্গের এক স্বনামধন্য ব্যক্তির নামে রাখা হয়েছে তাতে সন্দেহ নেই কিন্তু তাতে বাংলার সাধারণ মানুষের খুব একটা লাভ হবে না।
এর বদলে প্রধানমন্ত্রী যদি বন্দর বা জলপথ উন্নয়নের কোনও প্রকল্প ঘোষণা করতেন তাহলে কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়ত। স্বামী বিবেকানন্দের জন্মদিনে যথার্থ উপহার হত সেটা।
Bengal has no differences with PM Modi renaming the Kolkata Port after one of the Stalwart legends of Bengal as a part of his Govt’s renaming spree.
Sadly, the name change brings very little relief or benefit to the lives of common people in #Bengal. (1/2)— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2020
অন্যদিকে, সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য মহঃ সেলিম তৃণমূল-বিজেপিকে ‘নেমচেঞ্জার’ বলেন। পাশাপাশি ‘একই মুদ্রার দুই পিঠ’ বলে আখ্যা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
আরও পড়ুনঃ ১৪৪ ধারা ভেঙে মাথাভাঙায় গ্রেফতার সায়ন্তন
প্রশ্ন উঠছে এই বিষয়টিকে নিয়েই যে জনসাধারণের সুবিধার জন্য, উন্নয়নের জন্য, বিকাশের জন্য কোনও কাজ না করে শুধুই বিভিন্ন প্রতিষ্ঠান বা জায়গার নাম বদলালে তাতে লাভের লাভ কিছুই হবে না।
তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জী এ দিন টুইটে প্রশ্ন তোলেন যে প্রধানমন্ত্রী কেন সবসময় বিজেপি শাসিত ও অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে বৈষম্য করেন। কেন বাংলা সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্রের ঔদাসিন্যের শিকার হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584