নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রবল ঝড় বৃষ্টির কারনে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রুট পরিবর্তন হতে চলেছে। মঙ্গলবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চন্ডির ঝার এলাকায় দুপুর দুইটায় নির্বাচনী জনসভা রয়েছে। চন্ডির ঝার এলাকায় এক মাঠে অভিষেকের সভা হওয়ার কথা।মাঠের পাশেই জমিতে হ্যালিপ্যাড তৈরির কথা ছিল।কিন্তু রবিবার দিনভর ঝড় বৃষ্টির কারনে জমিতে কাদা হয়ে গেছে।
আরও পড়ুনঃ ‘পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি তার ভোট দেবে কি…’ কর্মী সভায় অভিষেক
আর তার জেরে সেখানে হ্যালিপ্যাড তৈরি করা যায়নি। সেই কারনে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামানো হবে তাই নিয়ে দুঃশ্চিন্তায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল শিবির।চন্ডির ঝার এলাকার তৃণমূল নেতা বিপুল রায় বলেন,”হ্যালিপ্যাড এখানে তৈরি করা যাচ্ছে না। সেই কারনে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের হ্যালিপ্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যালিকপ্টার নামানোর চিন্তাভাবনা চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584