নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ছোটপর্দায় অভিনেতা আবির চট্টোপাধ্যায় আগেই ধরা দিয়েছেন ‘কাছের মানুষ’ ধারাবাহিকের হাত ধরে। এরপর দাপিয়ে বেড়িয়েছেন এবং বেড়াচ্ছেন বড় পর্দায়। এবার একেবারে অন্য ভূমিকায় দেখা দিতে চলেছেন আবির।
‘সারেগামাপা ২০২০’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আবিরকে। এর আগে এই ভূমিকা পালন করতেন যিশু সেনগুপ্ত। তিনি এখন স্টার জলসার ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালক। তাই এলেন আবির।
লকডাউন চলাকালীনই আবিরের কাছে অফার আসে। আবির রাজি হয়ে যান। আবিরের সামনে এবার অন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যিশুর সঙ্গে নয়, নিজের সঙ্গে তাঁর নিজের চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ ‘ঠিকানা’ গড়ছেন ঋদ্ধি সেন
যিশুকে প্রতিদ্বন্দী মনে করেন না তিনি। বরং সঞ্চালনার ব্যাপারে আবির যিশুর কাছ থেকে টিপস- ও নেবেন বলে সূত্রের খবর। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা ২০২০’-র প্রোমো শুট হয়ে গিয়েছে। তবে, শুটিং শুরু হবে আগামী মাসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584