জঙ্গলমহল জুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল করম পরবের অনুষ্ঠান

0
79

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মাঠে বেড়ে উঠেছে সবুজ ধান গাছ, শরতের আগমনে শস্য ও সন্তানের সমৃদ্ধি কামনায়। শনিবার জঙ্গলমহল জুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করম পরবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে করম পরবের অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তাগণ।

festival | newsfront.co
ঝাড়গ্রামের করম উৎসব। নিজস্ব চিত্র

জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাহাতো সম্প্রদায়ের মুলবাসীরা এদিন করম পরব উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি ভূমিজ, বাগাল সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শনিবার ওই অনুষ্ঠানে সামিল হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর দিন শনিবার করম পূজার আয়োজন করা হয় করম পরব উপলক্ষে পাতা নাচের অনুষ্ঠান হয় বিভিন্ন এলাকায়।

আরও পড়ুনঃ সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন তৃণমূল নেতৃত্বের

ধামসা মাদলের তালে নাচ ও গানের আয়োজন করা হয়। করম গাছের ডাল জঙ্গল থেকে এনে গাছের ডালটিকে জাগিয়ে তোলা হয়। সেই গাছের ডালকে পুজো করা হয় সেই সঙ্গে যুবক-যুবতীরা সকাল থেকে না খেয়ে করম পরবের ব্রত পালন করেন।

aboriginal community | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা সংক্রমিত দুই পরিবারের পাশে দাঁড়ালেন কোচবিহার পুরসভার প্রশাসক

তবে করোনা পরিস্থিতির জন্য এবছরের করম পরব অনুষ্ঠান প্রশাসনের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে আয়োজন করেছেন উদ্যোক্তাগণ।

পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল, শালবনি গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড ,গড়বেতা থানা এলাকার জঙ্গলমহল এলাকাগুলিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার করম পুজাের আয়োজন করা হয়। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো করম পরব উপলক্ষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here