নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীতে মাদলের তালে তালে শেষ হল করম বিসর্জন। বিসর্জন উৎসবের আয়োজন করে ডুর্য়াস তরাই সরনা যুব সমিতি ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পুজো কমিটি গুলি বিসর্জনে সামিল হয়।
চলে আদিবাসী নৃত্য,গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নিজস্ব প্রথা মেনে দেবতা রূপী করম গাছের ডাল সহ অন্যান্য পুজাে সামগ্রী নদীর জলে বিসর্জন দেওয়া হয়। করোনা আবহে বিসর্জন ঘাটে অন্যান্য বারের মত এবার দোকানপাট বেশি বসেনি।
আরও পড়ুনঃ ধামসা মাদলের তালে নৃত্য – সঙ্গীতের মধ্য দিয়ে আলিপুরদুয়ারে পালিত হল করম পুজো
তবে বিসর্জন ঘাটে অতিথি হিসেবে রাজনৈতিক নেতাদের মঞ্চে দেখা যায়। ঘাট কমিটির সভাপতি রবিনসন কুজুর বলেন,”করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে ঘাটের প্রবেশ পথে সকলের হাতে স্যানিটাজার ও মাস্ক তুলে দেওয়া হয়।” তিনি আরও বলেন,”করোনা আবহে নানান সমস্যা থাকা সত্ত্বেও সুষ্ঠ ভাবে করম পুজাের আয়োজন করতে পেরে আমরা খুশি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584