নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একাধিক দাবি নিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড স্টেশনে রেল রোড চাক্কা জ্যাম কর্মসূচির মধ্য দিয়ে রেললাইনের উপর বিক্ষোভ দেখাল আদিবাসী সংগঠন।তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হল সারনা ধর্ম কোড মান্যতা ৷
আদিবাসী ভাষা স্বীকৃতি সহ অসম আর আন্দামানের ঝাড়খন্ডি আদিবাসীদের এসটিতে সামিল সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন ।তবে আগামী দিনে এইসব দাবিগুলি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আদিবাসী সংগঠনের সদস্য মতিলাল মান্ডি।
চন্দ্রকোনা রোড স্টেশনে রেললাইনের উপর ওই আদিবাসী সংগঠন প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। যার ফলে গড়বেতা ও মেদিনীপুরের মধ্যে সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল ।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের হামলার প্রতিবাদে সবং- এ থানা ঘেরাও
আদিবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল।তবে আদিবাসীরা রবিবার তাদের দাবি গুলি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে।যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584