নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
পুলিশি বাধার মুখে পড়ে বাঁকুড়া লক্ষ্যাতড়া মহাশ্মশান এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী সমাজ ।আজ আদিবাসী সমাজের মানুষদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে ও তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বাঁকুড়া ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় ।
তারা চেয়েছিলেন বাঁকুড়া হিন্দু স্কুল ময়দান থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে পৌঁছাবেন । এই কর্মসূচিতে অংশ নিতে আসা বিষ্ণুপুর, ইন্দাস, কোতুলপুর থেকে আগত বাস গুলিকে বাঁকুড়া শহরে ঢোকার আগেই আটকে দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে পড়ে বাঁকুড়ার লক্ষ্যাতড়া মহাশ্মশান এলাকায় রাজ্য সড়কের উপর রাস্তায় ধামসা মাদল নিয়ে পথ অবরোধে সামিল হন আদিবাসী সমাজের মানুষজন ।
তাদের দাবি, আমরা শান্তিপূর্ণ ভাবে বাঁকুড়া শহরে মিছিল করব এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবো কিন্তু পুলিশ আমাদের গাড়ি বাঁকুড়া শহরে ঢোকার আগে আটকে দেয় ৷ এটা আদিবাসী সমাজের কাছে অত্যন্ত বেদনাদায়ক ।এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী গাড়ি ।
পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারা পথ অবরোধ তুলে নেন । পরবর্তীকালে তারা বাঁকুড়া জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেবেন বলে জানা যাচ্ছে।বিপ্লব সরেন নামে এক বিক্ষোভকারী বলেন , রাজনৈতিক দলের বড় বড় নেতা মন্ত্রীরা এলে পাবলিক গাড়ি ছেড়ে দেওয়া হয় ,কিন্তু আজ আমরা দেখছি আদিবাসীদের গাড়ি পুলিশ আটকে দিচ্ছে ,এটা আগে কোনদিন হয়নি ।
আরও পড়ুনঃ বাঁকুড়া হেড পোস্ট অফিসে টিএমসিপির বিক্ষোভ
এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাই । রাজ্য সরকার আদিবাসী সমাজের উপর অবহেলা করছে। আদিবাসী সমাজে বিভিন্ন জাল সার্টিফিকেটে ভরে গেছে, রাজ্য সরকারের কোন টনক নড়েনি। এইসব একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবেন বলে জানান এ দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584