সুদীপ পাল,বর্ধমানঃ
জলের অপর নাম জীবন। জল যেমন জীবন দান করতে পারে সে রকমই অপরিশোধিত জল জীবনহানিরও কারণ হয়। জল স্তর কমে যাওয়া এবং বিভিন্ন কারণে পূর্ব বর্ধমান জেলার চাষীরা সমস্যায় পড়েছিলেন। পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের আনগুনা সহ বিভিন্ন গ্রামে বর্তমানে আর্সেনিক দূষণের আশঙ্কা দেখা দিচ্ছে। অথচ এই সব এলাকার গ্রামগুলিতে শীতকালীন চাষের সময় বিশেষত বোরো ধানের ক্ষেত্রে ভূগর্ভস্থ জল নিয়মিতভাবে অপচয় করা হয়।
অনেক সময় দেখা যায়,যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করছেন কৃষকরা।এর ফলে প্রধান সমস্যা হচ্ছে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে। তার ফলে আর্সেনিক দূষণের একটি আশঙ্কাও থেকে যাচ্ছে।স্থানীয় মানুষরা তাই প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন,বর্ষার জল বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে সেই জল শীতকালীন চাষে ব্যবহার করা হোক।এতে লাভ হবে।
আরও পড়ুনঃ ভুতুড়ে বিল ও বিদ্যুৎ কেটে দেওয়ার প্রতিবাদে অনশনে বসল চাষিরা
প্রথমতঃ ভূগর্ভস্থ জল স্তর যেটি কমে যাচ্ছিল তা আর কমবে না।দ্বিতীয়তঃ আর্সেনিক দূষণের আশংকা থেকে মুক্তি পাওয়া যাবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, বিষয়টি দীর্ঘমেয়াদি এবং পরিকল্পনা সাপেক্ষ।তবে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া হলে অবশ্যই জল সংরক্ষণের বিষয়টি মাথায় রাখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584