সীমান্তে বিজিবি-র জওয়ানদের অনুপস্থিতি, অসম্পূর্ণ মিলন মেলা

0
33

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এ বছর শূন্য হাতেই ফিরল দক্ষিণ দিনাজপুর জেলার হরিবংশীপুরের মিলন মেলায় আগত ভারতীয় দর্শনার্থীরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারত-বাংলাদেশ সীমন্তের হরিবংশীপুরে ৩০০ বছরের পুরনো পুজোকে ঘিরে প্রতিবারই বসে মিলন মেলা।

Absence of BGB jawans at the border
নিজস্ব চিত্র

কাঁটাতারের দুই ধারে দুই দেশের মানুষ মিলিত হন। কাঁটাতারের দুই ধারে দাঁড়িয়ে স্বজনদের সাথে কথাবার্তা চলে। তাদের কুশল সম্পর্কে খোঁজ খবর নেন একে অপরে। এবার ভারতীয় কাঁটা তারের এই পারে দর্শনার্থীদের সাথে বিএসএফ জওয়ানরা প্রস্তুত থাকলেও, বিজিবি-র জওয়ানরা বাংলাদেশি দর্শনার্থীদের কাঁটাতারের কাছে আসতে না দেওয়ায় শূন্য হাতেই ফিরতে হল ভারতীয় দর্শনার্থীদের।

আরও পড়ুনঃ জওয়ানদের মুখে হাসি ফোটাতে সীমান্তে ভাইফোঁটার আয়োজন

এ বছর সীমান্তে প্রায় হাজার তিনেক দর্শনার্থী উপস্থিত থাকলেও বিজিবি-র অসহযোগিতায় জমলো না মিলন মেলা। মনে ক্ষেদ নিয়ে ফিরতে হল সমস্ত আত্মীয় পরিজনদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here