ডেঙ্গু সচেতনতা সভায় গরহাজির ক্লাব

0
55

সুদীপ পাল,বর্ধমানঃ

ডেঙ্গু মোকাবিলা করার জন্য এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভা ‘সিটিজেন টাস্ক ফোর্স’ গঠন করার কথা ভেবেছিল। এই গঠন করা নিয়ে একটি সভা ডাকা হয়েছিল। কিন্তু সেই সভায় শহরের বেশ কিছু ওয়ার্ড থেকে কোনো প্রতিনিধি এলেন না।

guskara municipality | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

পুরসভার দাবি ১, ২, ৭, ৮, ১৪ নম্বরের মতো বেশ কিছু এলাকা থেকে কোনো প্রতিনিধি আসেনি। অথচ এলাকার ছোট বড় মিলিয়ে ৬০টিরও বেশি ক্লাবকে পুরসভা লিখিতভাবে চিঠি দিয়ে এই সভার কথা জানিয়েছিল। ডেঙ্গু সচেতনতা তৈরি এবং প্রতিরোধের ব্যবস্থা নেবে এ রকমই একটি পরিকল্পনা ছিল সভায়।

পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টিতে টাস্ক ফোর্স তৈরি হয়েছে। অন্য ওয়ার্ড গুলির ক্ষেত্রে ফের চিঠি দিয়ে তাদের ডাকা হবে বলে জানিয়েছেন ডেঙ্গু মোকাবিলার পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন যশ।

কিন্তু প্রশ্ন উঠেছে কেন আমন্ত্রণ করা সত্ত্বেও অনেক ক্লাব থেকেই কোন প্রতিনিধিরা এলেন না? এক্ষেত্রে অভিযোগ, খাতায়-কলমে এইসব কমিটি গঠন করা হয়। আদতে আবর্জনা সাফ বা মশা মারা কোন পদক্ষেপই পুরসভা গ্রহণ করেন না।

আরও পড়ুনঃ ডেঙ্গু আতঙ্কে হাবড়া, আক্রান্ত ৫০০, মৃত ৪

যদিও পুরসভার নির্বাহী আধিকারিক আকলিমা খাতুন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন, পুরসভা প্রতিটি ওয়ার্ড এলাকায় সাফাই অভিযান নিয়মিতভাবে চালায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here