নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভার কর্মী সম্মেলনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নিলেন জেলা সভাপতি।
গোটারাজ্যে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন চলছে। সেই মত আজ বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ডোমকলের ডোমকল কুঠির মাঠে।
এই সভায় বক্তব্য দিতে গিয়ে দলের পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানরা।
আরও পড়ুনঃ ভোট কাটার জন্য লড়ছে এলজিপি, মত জাভড়েকরের
আরও পড়ুনঃ ঘরে ফিরল রফিকুল, রাজনীতি কলুষিত হচ্ছে মত সুজনের
এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, “কেও যদি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করবে বলে মনে করে তাকে দলে থাকতে হবে না। আর যদি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজের দলের কথা অন্য দলের কাছে গিয়ে বলেন, তাহলে সেটা খারাপ। আর এ কাজ যেই করুক না কেন দলের খারাপ চাইলে দলে তার কোন জায়গা নেই। দল তার ব্যবস্থা নেবে।” মানুষ যত দিন থাকবে কাটমানি ততদিন থাকবে, বলে জেলা সভাপতি কাটমানি প্রসঙ্গ এরিয়ে যান।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি আবু তাহের খান, রাজ্য তৃণমূলের সহ-সভাপতি মইনুল হাসান, জেলা কো-অর্ডিনেটর অশোক দাস, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল, চেয়ারম্যান জাফিকুল ইসলাম সহ দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584