মুম্বাই বিস্ফোরণে আবু সালেমের যাবজ্জীবন

0
177

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে দোষী সাব্যস্ত গ্যাংস্টার আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল TADA-র বিশেষ আদালত।দীর্ঘ ২৪ বছর পর সাজা ঘোষণা হল ৯৩-এর মুম্বই বিস্ফোরণের দোষী আবু সালেম-সহ ৫ জনের। বৃহস্পতিবার দোষীদের সাজা শোনাল TADA-র বিশেষ আদালত।

সেই বিস্ফোরণের স্মৃতি।

হত্যার অপরাধে দোষী প্রমানিত হওয়ায় এই সিদ্ধান্ত আদালতের। তবে প্রত্যপর্ণ চুক্তি থাকায় আবু সালেমকে মৃত্যুদণ্ডের সাজা দিতে পারেনি আদালত এবং 25 বছরের বেশি যাবজ্জীবন সাজা দেওয়া যায়নি।

ছবি-টুইটার।

পাশাপাশি, অন্যতম ষড়যন্ত্রী করিমুল্লারও যাবজ্জীবন কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের। আবু সালেমকে অস্ত্র সরবারহে দোষী করিমুল্লা। আর এক অন্যতম অভিযুক্ত রিয়াজ সিদ্দিকির 10 বছরের কারদণ্ড ও 10 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।বাকি দুই অভিযুক্ত তাহের মার্চেন্ট ও ফিরোজ খানকে ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, মুম্বাইয়ে ১৩ জায়গায় বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়, আহত হয় অসংখ্য মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here