যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে এবিভিপি-র

0
244

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম যাদবপুরে আর্টস বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের দাবি, বামপন্থী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নানারকম দুষ্কৃতীমূলক কাজ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ঐতিহ্যকে নষ্ট করছে। তাই সেই সুনামকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই লড়াই।আর তার জন্যই আজ আমাদের কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন।

abvp attend journalist conference about jadavpur university | newsfront.co
নিখিল দাস, যুগ্ম সম্পাদক এবিভিপি যাদবপুর ইউনিট। নিজস্ব চিত্র

যাদবপুর মূলত বাম রাজনীতির আখড়া হিসেবে সবার কাছে পরিচিত। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মূলত তিন বছরের ফারাকে ভোট হচ্ছে। ১৯ ফেব্রুয়ারির যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের ভোট। তবে চমকে দেওয়ার মতন বিষয় হল এই প্রথমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) প্রার্থী দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে। এর থেকেও অবাক করার মতো বিষয় হলো কলা বিভাগে প্রায় চল্লিশটির এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সব কটিতেই মনোয়নপত্র জমা দিয়েছে এবিভিপি।

আরও পড়ুনঃ এনবিএসটিসির পেনশোনার্সদের আন্দোলন কোচবিহারে

এবিভিপি আজ সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি দাবির উল্লেখ করে, তারমধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে হবে, বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, কলা বিভাগে ও ইঞ্জিনিয়ারিং বিভাগে প্লেসমেন্ট সেল আরও সক্রিয় করতে হবে।

এবিভিপি মনে করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে সেই জন্যে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের কথা মাথায় রেখে তাদের এই দাবি। ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে তাদের এই দাবিগুলি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মনের কথা ও আশা আকাঙ্খার প্রতিচ্ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here