নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের অন্তর্গত গড়বেতা কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপি দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি সংগঠনের শতাধিক ছাত্র-ছাত্রী আনুষ্ঠানিকভাবে এবিভিপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ও গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭২ তম প্রতিষ্ঠা দিবস ছিল। সেই ৭২তম প্রতিষ্ঠা দিবসের দিন এবিভিপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদে যোগদানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত লোকসভা নির্বাচনে গড়বেতা এলাকায় ভালো ফল করে বিজেপি।
যার ফলে ঝাড়গ্রাম লোকসভা থেকে কুনার হেমব্রম সামান্য ভোটের ব্যবধানে সাংসদ নির্বাচিত হয়। তবে যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই গড়বেতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়ে গিয়েছে। তেমনি বিজেপির ছাত্র সংগঠনের তৃণমূল ছাত্র পরিষদে যোগদানের হিড়িক শুরু হয়ে গেল বলে এমনটাই মনে করছেন এলাকার রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ মালদহে
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন “এবিভিপি সংগঠন ছেড়ে শতাধিক ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হাতে তুলে নিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে তাদের যোগ্য সম্মান দেওয়া হবে এবং আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় যারা ওই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। খুব শীঘ্রই তাদের এক কর্মসূচির মাধ্যমে সংগঠনে নেওয়া হবে।”
গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন “ছাত্র যুব সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে সেই সংগঠনকে কেউ আটকাতে পারবে না।” তাই তিনি আশাবাদী, আগামী দিনে গড়বেতা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584