শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য জুড়ে কোভিড আবহে ইতিমধ্যেই সমস্ত পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। তারপরেও ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির পরীক্ষার জন্য নির্দেশিকা জারি হয়েছে।
ঘটনায় চিন্তিত ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাই ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানাল এবিভিপি। শনিবার এই মর্মে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়। দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানান এবিভিপি রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার।
আরও পড়ুনঃ বাড়ির সামনেই গুলিবিদ্ধ উত্তর ব্যারাকপুরের নির্দল কাউন্সিলর
ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের পরীক্ষা ১৬ই জুলাই থেকে নির্ধারণ করেছে রাজ্যে সরকার। কিন্তু করোনার এই বর্ধিত প্রকোপের সময় পরীক্ষার্থীদের যদি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমনের আশঙ্কা অনেকটাই বেশি হবে।
শুধু তাই নয় এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে যাতায়াত করবে তা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বাইরে থাকে। সেক্ষেত্রে তারা কিভাবে পরীক্ষা কেন্দ্রে আসবে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত
পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরীক্ষা যেখানে বন্ধ সেখানে কিভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি এই মুহূর্তে পরীক্ষা ঠিক করে, প্রশ্ন উঠেছে তা নিয়েও।
এবিভিপির রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার বলেন, এই রকম দ্বিচারিতার স্বরূপ দেখে মনে হচ্ছে যেন একটা পরিকল্পনা বিহীন সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্পষ্টদাবি, সাময়িকভাবে পরীক্ষা স্থগিত রেখে যথাসময়ে পরীক্ষা নেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584