ইটাহার কলেজের দখল নিল এবিভিপি

0
121

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

abvp grave the itahar college
নিজস্ব চিত্র

রাজ্যে তৃনমুল ছাত্র পরিষদ পরিচালিত কলেজ ক্যাম্পাস এবার নিজেদের দখলে নিলো এবিভিপি।আজ এবিভিপি ছাত্র পরিষদের অনুগতরা দীর্ঘদিনের ইটাহার কলেজে তৃণমূল ছাত্র পরিষদকে এক কোনে রেখে নিজেদের দখলে নিল।লেখা মুছে ফেলা হলো সাথে তৃনমূল ছাত্র পরিষদের পতাকা খুলে দিয়ে নিজেদের নাম ও পতাকা দিয়ে নিজেদের দখলে নেয় বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি।

abvp grave the itahar college
নিজস্ব চিত্র

শুভব্রত অধিকারী অভিযোগ করেন ইটাহার মেঘনাদ সাহা কলেজে ২০১৫ সালে মনোনয়ন জমা দিতে এসে এবিভিপির তিনজন কার্যকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।

abvp grave the itahar college
উল্লাসিত এবিভিপি শিবির।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সেই রক্তাক্ত ইতিহাসকে মনে রেখে এক তথাকথিত নেতার খাসতালুক বলে পরিচিত ইটাহার কলেজে বিদ্যার্থী পরিষদ তাদের ইউনিট খোলার সাথে সাথে কলেজে এবিভিপির ঝান্ডা ওড়াল।

সমস্ত কলেজে যখন টিএমসিপির একনায়কতন্ত্র, তখন বিরোধী ছাত্রশক্তির দাপটে ইটাহারে কলেজ ছাড়া হল টিএমসিপি এর।উত্তর দিনাজপুর জেলায় বিরোধী ছাত্র রাজনীতির ভিত্তি রচনা করল ইটাহার।কলেজের প্রিন্সিপাল এর কাছে দ্রুত ছাত্র নির্বাচনের অনুরোধ জানান হয়েছে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here