নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বেনারসের সম্পুর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি প্রত্যেকটি আসনই ভোটে হারিয়েছে। কংগ্রেসের ছাত্র সংসদ দল– ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) সর্বমোট চারটি আসনে ভোটে জিতেছে। এবিভিপি-র এরকম গোহারা হার কেউই প্রত্যাশা করেনি।
একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এনএসইউআই-এর শিবম শুক্লা, এবিভিপি-র হর্ষিত পাণ্ডেকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। অন্যদিকে উপ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন চন্দন কুমার মিশ্র। পাশাপাশি সাধারণ সচিবের পদে নিযুক্ত করা হয়েছে অবনিশ পাণ্ডে এবং লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করা হয়েছে রজনীকান্ত দুবে।
ভোট গণনার পর জানা গেছে, শিবম শুক্লা সবচেয়ে বেশি ভোটে জিতেছেন। তার আসন সংখ্যা ছিল ৭০৯। অন্যদিকে হর্ষিত পান্ডে শুধুমাত্র ২২৪ টি আসন পেয়েছেন।
আরও পড়ুনঃ দেশপ্রেমী দীপিকার দেশদ্রোহী তকমাই জেএনইউয়ের আক্রমণকারীদের চিহ্নিত করছে, দাবি কানহাইয়ার
তবে উপ-সভাপতি চন্দন কুমার মিশ্রর পাওয়া আসন সংখ্যা একট বেশি—৫৫৩। সাধারণ সচিবের পদে থাকা অবনিশ পান্ডে পেয়েছে ৪৮৭ টি আসন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী গৌরব দুবে মাত্র ৪২৪ টি আসন লাভ করেছেন, অর্থাৎ ৬৩ টি আসনেরব্যবধানে গৌরবকে পিছনে ফেলে জয়লাভ করেছেন অবনিশ।
এদিকে লাইব্রেরিয়ান পদে জয়ী রজনীকান্তের প্রাপ্ত আসন সংখ্যা ৫৬৭, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী অজয় কুমার মিশ্র পেয়েছেন ৪৮২ আসন। পাশাপাশি আশুতোষ উপাধ্যায়, শিব ওম মিশ্র, অর্পণ তিওয়ারির প্রাপ্ত আসন সংখ্যা যথাক্রমে ২২৭, ১০৬, ২১।
আরও পড়ুনঃ দশকের প্রথম চন্দ্রগ্রহণ আগামীকাল
ইলেকশন অফিসার অধ্যাপক শৈলেশ কুমার মিশ্র ফলাফল ঘোষণা করার পরে উপাচার্য অধ্যাপক রাজারাম শুক্লা সংস্কৃত ভাষায় নতুন অফিসারদের কাছে শপথ গ্রহন পর্ব সম্পন্ন করেছিলেন।
অধ্যাপক শুক্লা বলেছেন, বিজয়ী প্রার্থীদের বিতর্ক থেকে নিজেকে বিরত রাখতে ক্যাম্পাসে কোনও মিছিল বের করা উচিত নয়। তাঁর তত্ত্বাবধানে বিজয়ী প্রার্থীদের পুলিশি নিরাপত্তায় বাড়ি পাঠানো হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584