নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে হারের মুখে পড়তে হলো বিজেপিকে। বারাণসীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি ‘শূন্য’। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের পুর নির্বাচন, ত্রিপুরার উপজাতি পরিষদের নির্বাচন সবকটি ক্ষেত্রেই বড়সড় হারের মুখে পড়েছে বিজেপি।
এমনকি ত্রিপুরাতে সদ্য তৈরি হওয়া দল টিপ্রা-র কাছে হেরেছে বিজেপি জোট। এবার খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ছাত্র সংসদের ভোটে একটা আসনও জিততে পারলো না বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে প্রতিটি আসন জিতে গিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।
আরও পড়ুনঃ ফ্যাক্ট চেকে ধরা পড়ে গেল শীতলকুচি কাণ্ডে গেরুয়া জালিয়াতি
জেলা যুব কংগ্রেস সভাপতি বিশ্বনাথ কুমার এই জয়ে উচ্ছসিত, তিনি জানিয়েছেন যুব সমাজ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তারা বিজেপিকে চায় না।ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণমোহন শুক্লা, সহ সভাপতি হয়েছেন অজিত কুমার চৌবে, সাধারণ সম্পাদক শিবম চৌবে ও পাঠাগার সম্পাদক হলেন আশুতোষ কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584