মাথাভাঙায় পথ অবরোধ অখিল ভারত বিদ্যার্থী পরিষদের

0
62

মনিরুল হক, কোচবিহারঃ

একাধিক দাবি সহ মুখ্যমন্ত্রীর বিভিন্ন নীতির বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল অখিল ভারত বিদ্যার্থী পরিষদ ( এবিভিপি)। সোমবার সকালে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার ১৬ নং রাজ্য সড়কে এই অবরোধ করা হয় ।

road striked | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

জানা যাচ্ছে, এদিন প্রথমে একটি মিছিল সংঘটিত হয়। এরপরই মিছিল শেষে তারা পথ অবরোধে বসেন। আধঘন্টা ধরে চলে এই পথ অবরোধ ৷এদিন ট্রাফিক আইসি শাহ আলী ইমাম ঘটনাস্থলে আসলেও বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভে অনড় থাকেন এবং আইসি না আসলে তারা পথ অবরোধ ওঠাবেন না বলেও জানান।

আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কে

কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন মাথাভাঙা থানার আইসি তপন পাল। ঘটনাস্থলে আসার পর তার সাথেও শুরু হয় বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা। অবশেষে আইসি তপন পালের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।এদিনের এই পথ অবরোধ বিষয়ে এবিভিপির মাথাভাঙা নগর ইউনিট এর সহ-সম্পাদক টোটন রায় বলেন, মূলত বাংলা বাঁচাও কর্মসূচির ভিত্তিতেই আজকের এই পথ অবরোধ।

আরও পড়ুনঃ কোচবিহারে সেচদফতরের বকেয়া মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ

এছাড়া তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন দোকানে খোলামেলায় মদ বিক্রি হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। কলেজে শাসক দলের নেতারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও নারী সুরক্ষায় ব্যর্থ বলেও কটাক্ষ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here