বাঁকুড়ায় পাঁচ দফা দাবি নিয়ে মিছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

0
58

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

পাঁচ দফা দাবি নিয়ে আজ বাঁকুড়ার রাজ পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা । বৃহস্পতিবার বাঁকুড়ার হিন্দু স্কুল ময়দান থেকে একটি মিছিল করে কলেজ মোড় হয়ে তারা মাচানতলা মুক্তমঞ্চে সমবেত হন এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ক্ষোভ উগরে দেন ।

ABVP Rally | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

জানাগেছে, দাবিগুলির মধ্যে মূলত কর্মসংস্থান, নারী নির্যাতন, শিক্ষা পরিকাঠামোর পরিবর্তন সহ পাঁচ দফা দাবি নিয়ে তারা আজ রাজপথে নেমেছেন ।

আরও পড়ুনঃ ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন নন্দীগ্রামের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসলঃ সুব্রত বক্সী

অনুপ পাত্র নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাঁকুড়া জেলার জেলা প্রমুখ বলেন, গত কয়েক বছর ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের ওপর যে আক্রমণ করা হচ্ছে এবং কলেজ গেলে যেভাবে বিনা কারণে তাদের কেস দেওয়া হচ্ছে এবং বাংলায় নারী নির্যাতনের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি । এছাড়াও তিনি বলেন ভোটের মাধ্যমে এবং গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে উঠুক ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here