গতি নিয়ন্ত্রণে তৈরি উঁচু স্পিড ব্রেকারই দুর্ঘটনার ফাঁদ

0
71

সুদীপ পাল,বর্ধমানঃ

রাতের অন্ধকারে স্পিডব্রেকার বুঝতে পারছেন না চালকরা। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। চালকদের অভিযোগ, স্বাভাবিকের থেকে অনেক বেশি উঁচু স্পিড ব্রেকারগুলি। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে নিত্যযাত্রীদের অভিযোগ স্পিড ব্রেকারের জন্যই বাড়ছে দুর্ঘটনা।

Accident for Speedbreaker
ছবিঃ প্রতিবেদক

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম দুবরাজপুর রাজ্য সড়ক।গাড়ির চাপ থাকে।স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যাতে চালকরা গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে পারেন। যাতে দুর্ঘটনা না ঘটে। কিন্তু উল্টো পুরাণ ঘটছে এখানে। দেখা যাচ্ছে সেগুলো জন্যই ঘটেছে দুর্ঘটনা। কিছুদিন আগে পানাগড় দুবরাজপুর পর্যন্ত রাস্তায় অজয় সেতুর আগে পর্যন্ত অংশে পূর্ত দপ্তরের উদ্যোগে স্পিডব্রেকার তৈরি হয়। আগেকার পিচের স্পিডব্রেকারগুলির উপরে নতুন করে পিচের প্রলেপ দেওয়া হয়েছে। ফলে সেগুলি রাস্তা থেকে বেশ কিছুটা উঁচু হয়েছে। রাস্তাটিতে ত্রিলকচন্দ্রপুর,কুনুর সেতু লাগোয়া অঞ্চল, পিয়ারীগঞ্জের মতো জায়গায় বেশ কয়েকটি এমন স্পিডব্রেকার তৈরি হয়েছে যা অস্বাভাবিক উঁচু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,স্বাভাবিকের চেয়ে উচ্চতা বেশি থাকায় মোটর বাইক চালকদের সমস্যা হচ্ছে বেশি।গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ি সমেত উল্টে যাচ্ছে চালক।পূর্ত দপ্তরের অভিযোগ করা হয়েছে।

পূর্ত দপ্তর থেকে জানানো হয়, অভিযোগ পত্র পেয়েছেন।খুব শীঘ্রই স্পিডব্রেকার গুলি কিছুটা নিচু করার চেষ্টা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here