সুদীপ পাল,বর্ধমানঃ
‘শর্টকার্টে’ লাইন পারাপার করতে গিয়ে ব্যাপক দুর্ঘটনার কবলে পড়লেন এক সবজি ব্যবসায়ী।দুর্গাপুর স্টেশনের ঘটনা।তাঁর দু’পায়ের উপর দিয়ে চলে গেল মালগাড়ির চাকা।জানা যায়, দুর্গাপুর স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়েছিল।
লিলুয়াবাঁধের বাসিন্দা সামসাদ হোসেন নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক মালগাড়ির ফাঁক গলে ‘শর্টকার্টে’ লাইন পারাপার করতে গিয়েছিলেন।তিনি মালগাড়ির ফাঁক গলে পেরোনোর সময় ছেড়ে দেয় মালগাড়ি।গুরুতর জখম অবস্থায় রেললাইনের ধারে মিনিট পাঁচেক পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাইক র্যালি
স্থানীয় মানুষ এবং রেল পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপায়েই অস্ত্রোপচার হয়। দুর্গাপুরে ফুট ওভারব্রিজ রয়েছে।তা থাকতেও বিপদের ঝুঁকি নিয়ে মালগাড়ির ফাঁক গলে কেন অনেকেই পারাপার করেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয় সুশান্ত দাঁ বলেন, ঘুরপথ এড়াতে ও সময় বাঁচাতেই এভাবে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করে অনেকেই।হাসপাতালে অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ সামসাদবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584