পিয়ালী দাস, বীরভূমঃ
বুধবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রামপুরহাট সুপার স্পেশালিটির এক চিকিৎসকের। দুর্ঘটনায় মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে,হাসপাতাল চত্বরে এবং স্থানীয়দের মধ্যে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ওই চিকিৎসক ধীরেন্দ্রনাথ মুর্মু স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন।বয়স আনুমানিক ৪৩ বছর। গতকাল তিনি হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন অন্যান্য চিকিৎসকদের সাথে। তাঁর হাতে দুটি সিজার হওয়ার কথাও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই দুর্ঘটনায় মৃত্যু ঘটে তাঁর।
আরও পড়ুনঃ ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী
আউটডোর এবং হাসপাতালে ডিউটি করার পর খাবার খেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসপাতালের ওপার পারেই তিনি থাকতেন। হাসপাতাল থেকে বাড়ি গিয়ে খেয়ে ফেরার পথে এক বাইক আরোহী তাঁকে ধাক্কা মারে। জোর আঘাত লাগে তাঁর মাথায় এবং কয়েক মিটার দূরে হাসপাতাল নিয়ে আসতে আসতেই তাঁর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় ঘাতক বাইক আরোহীও হাসপাতালে চিকিৎসাধীন।
রামপুরহাট হাসপাতালে ওই চিকিৎসক বীরেন্দ্রনাথ মুর্মু অবিবাহিত এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতলে পৌঁছেছেন তাঁর বাবা ও মা। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁরা।অন্যদিকে হাসপাতালের কর্মীদের মধ্যে রয়েছে শোকের ছায়া।জানা গিয়েছে আজ ডাক্তারবাবুর মৃতদেহ ময়নাতদন্তের পর ওয়ার্ড মাস্টারের ওয়ার্ডের সামনে কিছুক্ষণ তাঁর মরদেহ শায়িত থাকবে এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হবে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনায় মৃত ডাক্তার ধীরেন্দ্রনাথ মুর্মু শুধু একজন ভালো চিকিৎসকই ছিলেন না, ছিলেন মানবদরদিও। চিকিৎসা করতে আসা গরীব দুঃস্থ মানুষদের প্রতি তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
হাসপাতালের সামনে এই জায়গায় দুর্ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রাস্তা ফাঁকা বলতে কোন সময় পাওয়া যায় না এখানে। সব সময়ই অটো, টোটো এবং অন্যান্য যানবাহন যানজট সৃষ্টি করে রাখে।ফুটপাথ দখল করে নিয়েছে এরা।এমনকি আজ সকালেও এই রাস্তাতেই একটি ছোট্ট বাচ্চা মেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাচ্চাটি প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584