ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে! সতর্ক করল বিশ্বব্যাঙ্ক

0
101

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনের জেরে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে, কোপ পড়েছে সাধারণ মানুষের মাসিক এবং দৈনিক আয়ে। সেই ধারা অব্যাহত রেখে ভারতের চলতি আর্থিক বছরে জিডিপি আরও ৯.৬ শতাংশ কমবে বলেই বৃহস্পতিবার সতর্ক করলো বিশ্বব্যাঙ্ক। দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে বলেও জানালো বিশ্বব্যাংক।

world bank | newsfront.co
ফাইল চিত্র

আইএমএফের বার্ষিক বৈঠকের আগে, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট ব্যাখ্যা করতে গিয়ে একথা জানায় বিশ্বব্যাংক। প্রত্যাশিত অর্থনৈতিক মন্দার চেয়েও আরও খারাপ সময় আসছে, এমনটাই বলা হয়েছে। রিপোর্টে রয়েছে, ২০২০-এর অর্থবর্ষে আঞ্চলিক প্রবৃদ্ধির ৭ শতাংশ সংকোচন হবে। মার্চ থেকেই জিডিপির গ্রাফ নামতে শুরু করেছে ভারতে, একথাও বিশ্বব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ প্রয়াত ক্যান্সার আক্রান্ত কিংবদন্তি গিটার বাদক এডি ভ্যান হ্যালেন

কোভিডের জেরে বাজারে চাহিদা কমছে অনেকটাই, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিষেবা ক্ষেত্র। বেসরকারি লগ্নিও কার্যত স্তব্ধ। এহেন পরিস্থিতিতে ২০২১ সালে রিজিওনাল গ্রোথ ৪.৫ শতাংশে নামবে বলে মত অর্থনীতির বিশেষজ্ঞ মহলের। তবে মাথাপিছু আয় ২০১৯ মতো একই থাকবে।

অতিমারির জেরে সেই পরিসংখ্যানে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার বিশ্ব ব্যাঙ্কের প্রধান তথা অর্থনীতিবিদ হ্যানস টিমার এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা এর আগে যা পরিস্থিতি দেখেছি তার চেয়ে ভারতের পরিস্থিতি আরও খারাপ। এটি একটি ব্যাতিক্রমী অবস্থা। তবে খুবই মারাত্মক।”

আরও পড়ুনঃ নবান্ন অভিযানে আটক ১১৩ জন, পুলিশ সংযত থাকায় ঘটেনি বিপদঃ মুখ্যসচিব

চলতি আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকেই ২৫ শতাংশ কমেছিল মোট জিডিপির পরিমাণ। বিশ্বব্যাঙ্ক প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে ভয়ঙ্করভাবে ক্ষতির মুখ দেখেছে বাজারের চাহিদা এবং জোগান। অর্থনীতির এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অবস্থা ভঙ্গুর হওয়াতেই এই জিডিপি পতন ভারতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here