বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
47

শ্যামল রায়,কালনাঃ

Accusation of Assault bjp workers
নিজস্ব চিত্র

বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।মঙ্গলবার নাদনঘাট থানায় এমনটাই অভিযোগ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।অভিযোগকারী বিজেপি কর্মী নিমাই দাস।বাড়ি নাদন ঘাট থানার অন্তর্গত দাস পাড়ায়।

Accusation of Assault bjp workers
নিজস্ব চিত্র

বিজেপি কর্মী নিমাই দাসের অভিযোগ যে সোমবার রাত ১১ টা নাগাদ তারা সকলে মিলে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাদের বাড়িতে এসে ভাতের থালায় লাথি মারে এবং বাড়িতে থাকা বিজেপির ব্যানার গুলো ছিঁড়ে ফেলে দেয় এবং ব্যাপক মারধর করা শুরু করে হুমকি দিতে থাকে বিজেপি করলে তাদের প্রাণে মেরে ফেলে দেয়া হবে।

Accusation of Assault bjp workers
নিজস্ব চিত্র

ব্যাপক মারধরের হাত থেকে বাড়ির মহিলারা রক্ষা পায়নি বলে অভিযোগ নিমাই সাহার।
যদিও নাদন ঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারী নিমাই সাহা জানিয়েছেন যে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী লাল্টু দাস,চকলেট দাস ও কেনারাম দাস তাদের বাড়িতে এই ধরনের হামলা সংঘটিত করেছে।
মঙ্গলবার সকালে বিজেপি কর্মী নিমাই দাসের বাড়িতে যান বিজেপির একটি টিম।টিমে ছিলেন জেলা নেতা ধনঞ্জয় হালদার বটকৃষ্ণ ঘোষ বিপ্লব বসাক ও বিধান ঘোষ।ধনঞ্জয় হালদার জানিয়ে দিয়েছেন যে, ‘যত বেশি সাধারণ মানুষের ভরসা বাড়ছে বিজেপির উপর ততই শাসকদলের নেতা নেত্রীরা ভয়ে দিশেহারা হয়ে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা সংঘটিত করছে। এবং ভয় দেখাচ্ছে।’ বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন যে তাদের কর্মী সমর্থকদের উপর যত বেশি হামলা সংঘটিত হবে এরা মা মাটি মানুষের সরকার বললেও সাধারণ মানুষ দলে দলে বিজেপির দিকে চলে আসবে।তাই আগামী দিন বিজেপির শাসন ক্ষমতা কায়েম হবে বলে দাবি করেছেন নেতারা।

Accusation of Assault bjp workers
নিজস্ব চিত্র

বিজেপি নেতা বিধান ঘোষ দাবি করেছেন যে তৃণমূলের সরকার উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করছে রাজ্যে নেই কর্মসংস্থানের ব্যবস্থা পাহাড় সমান দূর্নীতি নিয়ে লোকসভা ভোটে জয়ের আশা দেখছে তৃণমূল প্রার্থীরা এটা সাধারণ মানুষ কখনোই মেনে নেবেন না।তাই আগামী দিন দিকে দিকে পদ্মফুল ফুটবে এমনটাই দাবি করা হয়েছে বিজেপি নেতাদের তরফ থেকে।তবে বিজেপির কর্মীর বাড়িতে হামলার ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি,’তৃণমূলের লোকজন কোন ভাবেই এই ধরনের হামলা সংগঠিত করেনি তাঁরা, নিজেদের মধ্যে মধ্যে কোন্দলের ফলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের ধারণা।

আরও পড়ুনঃ বিজেপির অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উন্নয়নে নিরিখে তৃণমূলের প্রার্থীর জয় নিশ্চিত। এখনো অনেকটাই ব্যাকফুটে বিজেপির প্রার্থীরা তাই মিথ্যা স্বপ্ন দেখছে বিজেপি নেতারা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here