হরষিত সিংহ,মালদহঃ
জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে এক পক্ষের মহিলা ও স্কুলছাত্রসহ তিনজন গুরুতর জখম হল। মহিলাকে বিবস্ত্র করে মারধোর করার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। মালদহ জেলার রতুয়া থানার চাঁদমুনি পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে সামসি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম আরজান বিবি(৪৫), ফেন্সি খাতুন(১৬) ও অাব্দুল মকিম(২৫)। ফেন্সি খাতুন চাঁদমুনি হাই স্কুলে নবম শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত সামিরউদ্দিন সেখ, ফরিজউদ্দিন সেখ, মহঃ মতি সহ আটজনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করে আহতদের পরিবার।
জানা গিয়েছে, আব্দুল হাকিম তার জমির আট কাঠা করে ভাগ করে দেয় পাঁচ ছেলেকে। অভিযোগ, শ্বেতাবউদ্দিন সেখ নামে এক ছেলেকে পেছনে ভাগ নেওয়ার জন্য এক কাঠা জমি বেশি দেওয়া হয়। শ্বেতাবউদ্দিন সেখ ,সামিরুদ্দিন সেখ ও ফরিজউদ্দিন সেখ এরা সম্পর্কে ভাই। জমি বিবাদ নিয়ে গত কয়েক বছর ধরে বচসা ছিল শ্বেতাবের সাথে অন্য ভাইদের। অভিযোগ, বুধবার সন্ধ্যায় এই নিয়ে শ্বেতাবের পরিবারের সাথে অন্য ভাইদের পরিবারের মধ্যে ফের বচসা শুরু হয়। সামিরউদ্দিন সেখ, ফরিজউদ্দিন সেখ সহ আটজন হামলা চালায় শ্বেতাবউদ্দিন সেখের পরিবারের উপর। এই ঘটনায় জখম হন এক স্কুল পড়ুয়াসহ তিনজন।আরজান বিবিকে বিবস্ত্র করে মারধোরের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। তড়িঘড়ি তাদের সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলও আরজান বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584