নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পুরনো বিবাদের জেরে জামাইবাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা কলনী এলাকায় ঘটনাটি ঘটেছে। হাতে গুরুতর চোট পেয়ে আশঙ্কাজনক আবস্থায় ওই ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় মোথাবাড়ি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম ব্যাক্তির নাম দুলাল মন্ডল(৩৭)।পেশায় শ্রমিক।বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা কলনী এলাকায়। ওই গ্রামেই তার শ্বশুরবাড়ি। গত সোমবার তার এক শ্যালকের বিয়ে ছিল।বুধবার বিয়ের খাওয়া দাওয়ার আনুষ্ঠানে অপর এক শ্যালকের সঙ্গে তার বিবাদ হয়।সেখানেই পরিবারের লোকেদের মধ্যস্থতায় বিবাদ মিটে যায়।সেই বিবাদের পর বৃহস্পতিবার রাতে একা বাড়ি ফিরছিল দুলাল মন্ডল।সেই সময় অভিযুক্ত শ্যালক মঙ্গল মন্ডল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জাবাইবাবুর উপর।ধারালো আস্ত্রের কোপে গুরুতর জখম হয় দুলাল মন্ডল।
আরও পড়ুনঃ গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে
অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।অবস্থার আবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেলে পাঠায়। ঘটনায় মোথাবাড়ি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584