নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বোমা মেরে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।তবে বোমা না ফাটায় তৃণমূল কংগ্রেসের নেতার গোটা পরিবারটি রক্ষা পেয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসীখাতা এলাকার বস্টারিতে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছোটেন পুলিশ,দমকল,বোম্ব স্কোয়াড। রাতে প্রতিকূল পরিস্থিতিতে শুরু হয় বোম নিষ্ক্রিয় করার কাজ।বাড়ি লক্ষ্য করে অন্তত ৩টি বোমা ছোঁড়া হয় বলে জানা গেছে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা।তিনি বলেন,”বিজেপি আশ্রিত দাগি অপরাধীদের কাজ।বিজেপি ঠিক কি ধরনের রাজনৈতিক দল আরও একবার আলিপুরদুয়ারের মানুষ তা টের পেল।’
আরও পড়ুনঃ আক্রান্ত তৃণমূল কর্মী,অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বিজেপি নেতারা ঘটনার সঙ্গে দলের কোন সর্ম্পক নেই বলে জানিয়েছে।ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন,”ঘটনার তদন্ত শুরু হয়েছে।বোমা নিস্ক্রিয় করার কাজ চলছে।” তবে সমগ্র ঘটনায় আলিপুরদুয়ার জেলা জুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584