শ্বশুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগে ধৃত জামাই,অগ্নিকাণ্ডে আহত ৩

0
35

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রাতের অন্ধকারে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামাই। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের রসিদপুর এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক দুই শিশু সহ তিন। তাঁদের চিকিৎসার জন্য প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত জামাই সহ আরও দুইজন।
খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

Accusation of burning in laws house
ধৃতরা।নিজস্ব চিত্র

সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কালিয়াগঞ্জের বাসিন্দা স্বপ্না হালদারের সাথে বিয়ে হয়ে ছিল করণদিঘির বাসিন্দা ভগিরথ মহালদারের। অভিযোগ,বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে বচসা বিবাদ লেগেই ছিল।এরপর সপ্তাহ খানেক আগে স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ ওঠে স্বামী ভগিরথ মহালদারের বিরুদ্ধে।অভিমানে স্ত্রী স্বপ্না কালিয়াগঞ্জের বাড়িতে চলে আসে৷

এরপর থেকেই স্ত্রীকে ফিরিয়ে দেওয়া নিয়ে টেলিফোনে হুমকি দিতে থাকে বলে অভিযোগ ভগিরথের বিরুদ্ধে৷ সূত্রের খবর,স্ত্রীকে ফেরত না পেয়ে শুক্রবার রাতে বাইরে থেকে শ্বশুর বাড়ি বন্ধ করে আগুন লাগিয়ে এলাকা থেকে চম্পট দেয় ভগিরথ।

প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় দুই শিশু সহ তিনজনকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ জমির দখল ঘিরে বিবাদ ভাইয়ে-ভাইয়ে,আহত ৭

এদিকে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশের তৎপরতায় রাতেই হেমতাবাদের ঠাকুরবাড়ি থেকে অভিযুক্ত ভগিরথ সহ আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের এদিন রায়গঞ্জ আদালতে আনা হয়েছে। ধৃতদের চরম শাস্তির দাবী জানিয়েছেন স্বপ্নার পরিজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here