আর্থিক দূর্নীতির অভিযোগে ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা

0
60

পিয়ালী দাস,বীরভূমঃ

আর্থিক দুর্নীতির কারণে সাধারণ গ্রামবাসীরা ঘেরাও করল বীরভূমের ইলামবাজার থানা গোপালপুর নগরের তৃণমূল নেতা লালন দাসকে।

Accusation of corruption against local tmc leader
ক্ষোভে ঘেরাও।নিজস্ব চিত্র

বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছিল, দলকে হাতিয়ার করে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল লালন দাস।
কোন অনুমতি ছাড়াই এলাকার গাছ কেটে বিক্রি, সহ একাধিক জায়গা থেকে বেআইনিভাবে অর্থ রোজগার করছিল।সাধারণ গরিব মানুষদের সরকারি প্রকল্পের প্রাপ্ত টাকা থেকে ভাগ নেওয়ার অভিযোগ ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে মানুষের ভিতর চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল এই এলাকায়।কিন্তু এতদিন স্থানীয় নেতাদের চোখ রাঙানির জন্য সাধারণ মানুষ প্রতিবাদ করে উঠতে পারেনি।

লোকসভা ভোটের পর দূর্বল হয়েছে তৃণমূল,যার কারনেই গজিয়ে ওঠা নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে আম জনতা।

এলাকার মানুষদের দাবি, কেন লালন দাস গ্রামের দামি দামি গাছ কেটে বাইরে বিক্রি করে দিল।কেন গ্রামের মানুষের অনুমতি নিল না। যদিও লালন দাস মানুষদের বোঝাবার চেষ্টা করেছে যে তার কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না, সবটাই পঞ্চায়েতের নির্দেশে হয়েছে, কিন্তু লালন দাসের এই যুক্তি খারিজ করে দিয়ে গ্রামবাসীরা উল্টে দাবি করে,গাছ রাজনীতি টাকা ফেরত দিতে হবে এবং সেই টাকা দিয়ে গ্রামের রাস্তা সারাইয়ের কাজ হবে।

আরও পড়ুনঃ দুষ্কৃতী হামলায় জখম পুলিশ অফিসার,চলছে সার্চ অপারেশন

লালন দাস জানায়,বিষয়টি তেমন কোনো গুরুতর নয়, গ্রামের মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিটে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here