কালনা ১ ব্লকে বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

0
59

শ্যামল রায়,কালনাঃ

বাংলা আবাস যোজনায় ঘর বিতরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে কালনা ১ নম্বর ব্লকের আটঘড়িয়া সিমলন গ্রাম পঞ্চায়েতে। এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে মহাকুমা প্রশাসনের দপ্তর থেকে।
অভিযোগ যে এই গ্রাম পঞ্চায়েতের অধীন বাংলা আবাস যোজনার ঘর প্রাপকের সংখ্যা হাজার।
তবে ঘর বিতরণ নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ।
মৃত ব্যক্তির নামে ঘর বরাদ্দ হয়ে টাকা তুলে নেওয়া হয়েছে এমনকি এক ব্যক্তির নামে আইডি আবার অন্য ব্যক্তির একাউন্ট জুড়ে দেওয়া হয়েছে। এই নিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রওশান শেখ দাবি করেছেন যে এই পঞ্চায়েতের অধীন একই নামে দুই জন থাকায় তাদের একজনের আইডি নাম্বার অন্যজনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরিকল্পিতভাবে বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করে ফেলেছে।
দুর্নীতির তদন্তের দাবিতে অভিযোগ করেছেন রওশন সেখ। তিনি আরো অভিযোগ করেছেন যে স্থানীয় এক উপভোক্তা আবির শেখ মৃত অথচ তার নামে টাকা বরাদ্দ হয়েছে এমনকি টাকা তুলে নেওয়া হয়েছে।
এরকম অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিদায়ী প্রধান জয়দেব প্রামানিক তিনি বলেছেন এরকম কোন অভিযোগ আমার কাছে জমা পড়েনি । অভিযোগ পেলে নিশ্চয়ই অভিযোগ খতিয়ে দেখতে জোর তল্লাশি শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here