হরষিত সিংহ,মালদহঃ
ডাইনি অপবাদে আদিবাসী পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার আভিযোগ উঠল গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ওই পরিবার। গাজোল থানার হাতিমারি পঞ্চায়েতের মালঞ্চা গ্রামে ঘটনাটি ঘটেছে। চলতি মাসের ৯ তারিখে পাঁচ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় গাজোল থানায়। অভিযোগ, গ্রামের আদিবাসী মহিলা তালা সোরেন(৪৫), । তাকে ডাইনি অপবাদ দিয়ে খুনের চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ। তালা সোরেনের নিজের বৌদি সরলা হাঁসদা এবং তার পরিবারের সদস্যরা ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করে তালা সোরেনের পরিবারকে। তাদের উস্কানিতে গ্রামের মোড়ল মাতব্বরেরা তাদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপর প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা ও তার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। তাদের অভিযোগ, একঘরে করে রাখা হয়েছে তাদের। প্রাণ ভয়ে তারা অন্য গ্রামে গিয়ে লুকিয়ে রয়েছেন। পুলিশের কাছে বারবার অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ বলে অভিযোগ।সুবিচারের দাবিতে শুক্রবার তালা সোরেন এবং তার ছেলে জোসেফ মুর্মু পুলিশ সুপার অর্নব ঘোষের দ্বারস্থ হন।তাদের অভিযোগ ডাইনি অপবাদ দিয়ে তাদের যেকোনো সময় খুন করতে পারে। এই ভয়ে এদিন তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। তালা সোরেন জানিয়েছেন, তাকে ডাইনি অপবাদ দিয়ে তাদের জমি থেকে উচ্ছেদ করতে চাইছেন অভিযুক্তরা। তারা অপবাদ দিচ্ছেন, তার কারণে গ্রামে নাকি তিনজন মারা গিয়েছে। এই অপবাদ দিয়ে খুনের চেষ্টা করেছেন তারা। সেই কারণেই তারা পুলিশ সুপারের দ্বারস্থ হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584