শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
প্রতারনার অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ডিমপট্টি এলাকা।
জানা যায়, বালুরঘাট চকভৃগু এলাকার বাসিন্দা শম্পা দাস ( নাম পরিবর্তীত) বালুরঘাট ডিমপট্টি এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের সাথে ভালোবেসে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা মন্দিরে বিয়ে হয়। বিয়ের পর অভিজিৎ শম্পাকে নিয়ে শম্পাদের বাড়ির কাছেই থাকতে শুরু করে।
অভিযোগ বিয়ের পর থেকেই অভিজিৎ টাকার দাবিতে শম্পার উপর অত্যাচার করত। এরই মধ্যে শম্পার বাবাকে চাপ দিয়ে প্রায় লাখ দুয়েক টাকা অভিজিৎ হাসিল করে নেয়। তারপর থেকেই সে আর শম্পার সাথে আর সংসার করতে চাইছে না।
ইতিমধ্যে অভিজিৎ দাসের মা শম্পা দাসের বাড়ি গিয়ে গন্ডগোল করে অভিজিৎ দাসকে সেখান থেকে নিয়ে আসে বলেও অভিযোগ। আজ শম্পা দাস তার মাকে নিয়ে অভিজিৎ দাসকে তাদের দেওয়া টাকা ফেরৎ চাইতে গেলে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে সরগরম হয়ে উঠল ডিমপট্টি এলাকা৷
অপর দিকে অভিজিৎ দাসের পরিবারের অভিযোগ অভিজিতের কাছ থেকেই পঞ্চাশ হাজার টাকার ওপরে শম্পা দাস আদায় করেছে আরও টাকা চেয়ে চাপ দিচ্ছে। এই অভিযোগ পাল্টা অভিযোগে পুলিশের কাছে খবর গেলে মহিলা থানার পুলিশ এলাকায় ছুটে যায়।
আরও পড়ুনঃ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছেলের ছবি, শঙ্কিত ক্যানাসার আক্রান্ত মা
দুই পক্ষকেই থানায় ডেকে পাঠালেও শেষ পাওয়া খবর অনুযায়ী অভিজিৎ দাস থানায় উপস্থিত হয়নি। অপর দিকে বিচারের আশায় থানাতেই অপেক্ষা করছে শম্পা দাস। তার দাবি তার বাবা যে লাখ দুয়েক টাকা অভিজিৎ দাসকে দিয়েছে তা ফেরত দেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584