হরষিত সিংহ,মালদহঃ
চড়া সুদে ঋণ নেওয়া টাকা শোধ দিতে না পারায় এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী। ঘটনায় আহত মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ করেন। মালদহের ইংরেজবাজার লহরের আই টি আই মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত মহিলা ও তার স্বামী চন্দন ঘোষ। এক সময় মানি মার্কেটিং রোজভ্যালিতে কাজ করতেন। রোজভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিবেশী ঝর্ণা দেবের কাছ থেকে চার লক্ষ টাকা চড়া সুদে ধার নেন। এরপর রোজভ্যালি বন্ধ হয়ে যাওয়ায় তারা অসুবিধায় পরেন। বেশ কিছু টাকা শোধও করেন। বকেয়া টাকা ওই দম্পতি শোধ করে দেবেন বলে জানান। তারা বর্তমানে ইংরেজবাজার থানার আই টি আই মোড়ে হোটেল করে সুদ সহ সাত লক্ষ টাকা শোধ করেছেন। এরপরেও ঝর্ণা দেব ও তার স্বামী মুল টাকা চার লক্ষ টাকা দাবি করেন। এরপর এদিন হঠাৎ মহিলাকে হোটেল থেকে ঝর্ণা দেবের স্বামী চুলের মুঠি ধরে প্রকাশ্য রাস্তায় বের করে মারধর ও শ্লীলতাহানি করে এমনকি তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। স্বামী বাঁচাতে গেলে তাকেও মারধর করে। স্থানীয় লোকদের তৎপরতায় রক্ষা পায় দম্পতি। এরপর আহত মহিলাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় অভিযুক্তদের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584