পোলিও বুথের কর্মীকে অপমান করার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে

0
168

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Accusation of insult polio booth worker against local councillor
নিজস্ব চিত্র

পোলিও বুথে ঢুকে এক পোলিও বুথের কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠলো স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে।জানা যায় কালিয়াগঞ্জ রায় কলোনি র ১৩ নং ওয়ার্ডে আজ বাচ্চাদের পোলিও টিকা দিচ্ছিলেন পোলিও কর্মীরা।শরীর ভালো না থাকায় এক পোলিও কর্মী তার অসুস্থতার কথা ভিজিট রত পৌরসভার কর্মীদের জানায়।কাউন্সিলারকে না জানিয়ে পৌরসভার কর্মীদের অসুস্থতার কথা জানানোর জন্য হঠাৎই বুথে ঢুকে ওই মহিলাকে নোংরা ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে উঠে কাউন্সিলরের বিরুদ্ধে।

Accusation of insult polio booth worker against local councillor
পোলিও বুথ কর্মী। নিজস্ব চিত্র

পোলিও বুথের কর্মী চম্পা কুন্ডু জানান, ‘মাঝে মাঝেই আমাদের ওয়ার্ড কাউন্সিলার বিনা কারনেই সকলের উপর রেগে যান।আজ তার শরীর খারাপ থাকায় তার কাজ করতে কিছু সমস্যা হচ্ছিল।হঠাৎই এই কথা জানতে পেরে কাউন্সিলর মঞ্জুরি দত্ত মহাশয়া বিনা কারনেই তাকে পোলিও চলাকালীন সকলের সামনে অপমান করেন ও অশ্লীন ভাষায় গালিগালাজ করেন।’

আরও পড়ুনঃ পুরসভার কর্মীকে মারধরের অভিযোগ উঠলো ব্যবসায়ীর বিরুদ্ধে

যদিও এই ব্যাপারে কোনো রকম মুখ খোলেননি
১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরি দাম দত্ত মহাশয়া।উপরুন্তু তার এই রকম আচরণের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সাংবাদিককেও নানা ভাবে অপমান করেন তার দলের কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here