রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
১৮ জুন গ্রাম্য পুজোকে কেন্দ্র করে খড়গ্রাম থানার অন্তর্গত মাহিষার গ্রামের পশ্চিমপাড়া ও কালিতলার বাসিন্দাদের মধ্যে ঝামেলা হয়।সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম পাড়ার বাসিন্দা সনকা বাগদি খড়গ্রাম থানায় নয় জনের নামে লিখিত অভিযোগ করেন।নয়জনের নামের তালিকায় ছয় নম্বরে থাকা অভিযুক্ত সঞ্জয় বাগদি কালিতলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
তার বিরুদ্ধে খুনের চেষ্টা আগ্নেয়াস্ত্র বিস্ফোরক বহন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনা ঘিরে উঠছে বিতর্ক,প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ আদালতে কেস ডাইরি পাঠিয়েছে।
এইদিকে এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত সঞ্জয় স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে সঞ্জয়।সব সময় কেঁদেই চলেছে।
কান্দি মহকুমা আদালতে আগাম জামিনের জন্য এসে অভিযুক্ত নাবালক সংবাদমাধ্যমের কর্মীদের সামনে কেঁদেই চলছে।চোখে মুখে আতঙ্কের ছাপ।
অভিযুক্তর আইনজীবী বিনীতা রায়,পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।পুলিশের এই দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় লক্ষাধিক টাকার চুরির ইলেকট্রিক সরঞ্জাম উদ্ধার,গ্রেফতার ১
অভিযুক্ত সঞ্জয়ের মা ডলি বাগদি জানায় যে,ছেলে আতঙ্কে রাতে ঘুমের ঘোরে কেঁপে উঠছে।
প্রশ্ন উঠছে,শিশুমনে এভাবে আতঙ্ক সৃষ্টির অপরাধের দায় কে নেবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584