প্রধানমন্ত্রীর সভা ভন্ডুল করতে তৃণমূলের ‘হুমকি’ তত্ত্বের অভিযোগ বিজেপির

0
68

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Accusation of threats vandalism pm meeting
নিজস্ব চিত্র

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ এ ৪২র ডাক দিয়েছেন অন্য দিকে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বাড়াতে মরিয়া বিজেপি।

সেই লক্ষ্যেই আগামী কাল পূর্বমেদিনীপুর জেলার হলদিয়াতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিজেপি যেখানে প্রধানবক্তা নরেন্দ্র মোদী।এদিন হলদিয়ার জনসভা সেরে ঝাড়গ্রামেও জনসভা করবেন মোদী।

Accusation of threats vandalism pm meeting
নিজস্ব চিত্র
Accusation of threats vandalism pm meeting
নিজস্ব চিত্র

সেই লক্ষ্যেই মঞ্চের কাজ চলছে জোর কদমে,এদিন প্রধানমন্ত্রীর মাঠ পরিদর্শন করতে আসেন রাজ্য বিজেপি নেতা বিশ্বপ্রিয় মল্লিক।তিনি জানান, তৃণমূলের নানান ভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করছে।এমনকি যে কন্ডাক্টরকে প্রথম মাঠের কাজের জন্য চুক্তি করা হয়েছিল তাঁকেও পর্যন্ত ভয় দেখানো হয়েছে।শুধু তাই নয় আগামীকাল যখন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আসবেন তাঁদের কেউ বাধা দেওয়ার সৃষ্টি করবে তৃণমূল,এমনই মন্তব্য করেন রাজ্য বিজেপি নেতা বিশ্বপ্রিয় মল্লিক।

Accusation of threats vandalism pm meeting
বিশ্বপ্রিয় মল্লিক।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভারতীর হুমকির পরেই কেশপুরে আক্রান্ত তৃণমূল

তিনি আরও জানান,সাধারণ মানুষের উপর যত তৃণমূল অত্যাচার করবে তার উত্তর পড়বে ভোট বাক্সে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here