মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পোস্টার ও ফ্লেস্ক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জরাবাড়ি গীতাভবন স্কুল সংলগ্ন এলাকায়।ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।ওই ঘটনায় দিনহাটা থানায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের নামে অভিযোগ দায়ের করা হয় বলে তৃণমূল সুত্রে জানা যায়।
অভিযোগ,এই এলাকায় বিজেপির কোন অস্তিত্ব নেই।বিজেপি রাতের অন্ধকারে বহিরাগত কিছু দুষ্কৃতী নিয়ে এসে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ফ্লেস্ক,ফেস্টন লাগানো ছিল সেগুলি ছিঁড়ে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ।যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে ওই অঞ্চল নেতৃত্বরা।
এদিন এবিষয় পুটিমারি ১ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ বর্মণ বলেন, “পুটিমারি ১ নং অঞ্চল বিজেপির অস্তিত্ব নেই।শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে পতাকা,ফ্লেক্স ও ফেস্টন ছিঁড়ে পুকুরে ফেলে দেয়।বিজেপি ওই নেতা কর্মীরা কাপুরুষ। তাই যদি না হত রাতের অন্ধকারে এসে পতাকা, ফ্লেস্ক ও ফেস্টন ছিঁড়ে ফেলে দেয়।তাদের চ্যালেঞ্জ করছি দিনের বেলায় এসে দেখব বিজেপির ক্ষমতা।”
আরও পড়ুনঃ বিজেপির দলীয় কার্যালয়ের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
যদিও ওই অভিযোগ অস্বীকার করে পুটিমারি ১ নং অঞ্চলের বিজেপি নেতা গৌতম রায় সরকার বলেন,“এ বিষয় আমরা কিছু জানি না।তবে এটুকু বলতে পারি ওই ঘটনার সাথে আমাদের দলের কেউ যুক্ত না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584