বাড়ির পাশে জল ফেলার বিবাদ ঘিরে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ

0
65

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ বাড়ির পাশে জল ফেলাকে কেন্দ্র করে দুই পরিবাবের বিবাদের জেরে এক ব্যাক্তির চোখ উপরে ফেলার চেষ্টা অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। আক্রান্ত ব্যাক্তি পেশায় কাপড় ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যালে। শনিবার রাতে মালদা জেলার রতুয়া থানার সামসী গ্রামপঞ্চায়েতের গঙ্গারাম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। রতুয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।

ছবিঃঅভিষেক দাস

পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে আক্রান্ত ব্যাবসায়ীর নাম হিমালয় চৌরসীয়া(২৮)।বাড়ী রতুয়া থানার সামসী গ্রামপঞ্চায়েতের গঙ্গারাম পাড়ায়। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী। জানা গিয়েছে প্রতিবেশি যুবক গোবিন্দ দাস ও তার পরিবারের সঙ্গে বাড়ির পাশে ফাঁকা জায়গায় জল ফেলা নিয়ে বেশ কিছু দিন ধরে বিবাদ চলছিল।। এই নিয়ে কাপড় ব্যবসায়ী আগে একবার রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে। শনিবার ফের হিমালয় চৌরসীয়া বাড়ির পাশে ফাঁকা জায়গাতে জল ফেললে সেই সময় প্রতিবেশি যুবক গোবিন্দ দাস ও তার পরিবার বাধা দেয়। অভিযুক্তরা ব্যাবসায়িকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ব্যবসায়ী হিমালয় চৌরসীয়া কে ধারালো অস্ত্র দিয়ে তার ডান চোখে আঘাত করা অভিযুক্তরা। ব্যবসায়ীকে মাটিতে ফেলে লোহার রড দিয়ে বেধরক মারধোর করা হয় বলে অভিযোগ।ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আক্রান্তের স্ত্রী কল্পনা চৌরসীয়া জানান, রাস্তার পাশে একটি ফাঁকা জায়গাতে জল ফেলাকা কেন্দ্র করে অভিযুক্তরা আমার স্বামীকে নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী প্রতিবাদ করলে তাকে বেশ কয়েকজন মিলে বেধরোক মারধোর করে এবং ডান চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ।আমার চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে আমার স্বামী মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। আমি চায় অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here