জায়গা বেদখল, লাগাতার খুনের হুমকি, অভিযুক্ত প্রতিবেশি

0
94

সিমা পুরকাইত ,দক্ষিন ২৪ পরগনাঃ

জায়গা দখলের পাশাপাশি খুনের হুমকি ও মারধরের অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত দুইদম্পত্তি। একাধিকবার স্থানিয় পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় অসহায় মন্ডল পরিবার ।

অভিযোগকারী পলাশ মন্ডল।নিজস্ব চিত্র

দক্ষিন ২৪ পরগনার কুল্পি ব্লকের ঢোলা থানার জামতলার ঘটনা। পলাশ মন্ডল নামে ঐ ব্যক্তির অভিযোগ কাকা রবিশঙ্কর মন্ডল বিবাহ না করায় জায়গা জমি দেখাশনা করতো প্রতিবেশি সুর্দশন হালদার । কাকার মৃত্যুর পর পলাশ মন্ডল সহ তার দুই ভাই তপন ও স্বপন উক্ত জমিতে চাষ করতে গেলে বাঁধা দেন সুর্দশন । এই ভাবে চলতে থাকে দুই বছর । বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা ডাকা হয় । সেখানে উপযুক্ত প্রমাণ পত্র দেখাতে পারেননি সুর্দশন । পরে ঠিক হয় ওয়ারিশ সুত্রে পলাশ ,তপন ও স্বপন তাদের কাকা রবিশঙ্করের তিন বিঘা জায়গা পাবে । আর তার পর থেকে লাগাতার হুমকির পাশাপাশি বাস্তু ছাড়ার কথা বলেন সুর্দশন । দুই ভাই আতঙ্কে ঘর ছাড়া। পেশায় দিনমজুর পলাশ আতঙ্কে দিন গুনছেন। ।

অভিযোগকারী পলাশ মন্ডলের স্ত্রী। নিজস্ব চিত্র

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে গেলে আজও সমাধান মেলেনি মন্ডল পরিবারের । যদিও বিষয়টি সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত সুদর্শন হালদার । রবিশঙ্করের জায়গা বেদখল করে আছেন বলে শিকারও করেছন অভিযুক্ত ।

অভিযুক্ত সুদর্শন হালদার।নিজস্ব চিত্র

প্রশ্ন উঠেছে তাহলে কি দলীয় ক্ষমতার বল না কি লোকো বলের জেরে এই জায়গা বেদখল । সমাধানের আসায় বুক পেতেছে মন্ডল পরিবার । খতিয়ে দেখে সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের।

আরও পড়ুনঃ নির্মীয়মান ব্রিজে রোলারের ব্রেক ফেল,মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here