নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের আটাবান্দা গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সরব হল স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুর নাগাদ ঘটনাস্থলে গ্রামবাসীরা একত্রিত হয়ে আটক করলো একটি জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর।

এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেইসব গাড়ি গুলি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাটা হচ্ছিল মাটি। অবশেষে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে এর প্রতিরোধ করলাম।”

অন্যদিকে এই ঘটনায় গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রসেনজিত ভূঁইয়া বলেন, “আমরা স্থানীয় বাসিন্দাদের মারফত জানতে পারি কিছু দুষ্কৃতী এলাকা থেকে অবৈধভাবে মাটি তুলছিল।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা ডেকরেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মৌন মিছিল কান্দিতে
আমরা পুলিশ-প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং ওই সব জিনিস গুলি আটক করি।” এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584