বর্ন বিদ্বেষ মন্তব্যকারী অভিযুক্তদের শাস্তি চাইলেন হাসি ও ওয়ার্ন

0
69

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে টানা দুই দিন সিডনিতে বর্ন বিদ্বেষ শিকার হলেন মহম্মদ সিরাজ। আগের দিন সিরাজের সঙ্গে বুমরাহও ছিলেন আক্রমনকারীদের নিশানায়। এবার অস্ট্রেলিয়া সমর্থকদের কটূ মন্তব্যর বিরুদ্ধে মুখ খুললেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন তারকা।

cricketer | newsfront.co

টানা দুই দিন বর্ণবৈষম্যের শিকার সিরাজ শনিবারের পর রবিবারও সিরাজকে টার্গেট করে গ্যালারি থেকে কটূক্তি সহ বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে এলে আম্পায়াররাও কঠোর হন । পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়। এরপরই গ্যালারির যে জায়গা থেকে মন্তব্য করা হচ্ছিল, সেখান থেকে ৬ জনকে মাঠের বাইরে বার করে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ সিডনি টেস্টে এগিয়ে অস্ট্রেলিয়া, ভারত তাকিয়ে পূজারা ও রাহানের দিকে

নিন্দায় সরব অজিরা। এবার এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি মুখ খুললেন। ঘটনা তীব্র নিন্দা করেছেন তিনি। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অতিথিদের সম্মান দেওয়া উচিত। ভারতীয় দল আমাদের অস্ট্রেলিয়ানদের বিনোদন দেবে বলেই খেলতে এসেছে। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছি।“

এদিকে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার শেন ওয়ার্ন জানান, “অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত শাস্তি চাই। এটা অস্ট্রেলিয়ার সংস্কৃতি নয়।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here